আমি ভেবেছিলেম তুমি মেঘ বালিকা,

ঝরবে পড়ে এলোমেলো পায়ে আমার শুষ্ক আঙ্গনে

  যখন নিভবে বাতি তুমি হবে জোনাকির শিখা;

শূন্যতা ভরে দেবে মোর রিমি ঝিমি সুরে নীরবতার মননে।

এলে তুমি খোলা চুলে আমার দুখের মাঝে আবেগ মাখিয়ে।

গাইলেম গান, আকুল আনন্দে তুমি হলে অন্তরা গানের কথার বুকে

যখন ছিল না প্রানে সুর ছিল সুধু ক্ষত বিক্ষত শব্দের কানাকানি।

তোমার ও হাতে গেথে নিলে মালা আমার ঝরা ফুল সব যতনে কুরায়ে।

আজ এ বর্ষণহীন রাতে একাকী যখন শুনি রাতের মিনতি,

গোলাপ কাটার মতো বিধিয়াছে বুকে ফুলের সুবাস নিতে আমি তো ভুলি নি।

তবু কেন আজ মোর প্রতি পদধ্বনি বাজে হাওয়ার বুকে দামামার মতো

তবু আজ কেন হাসির রেখা মিলায় তোমার ঠোঁটের কোনায় অজানা বেদনে।

ভাবনা জরিয়ে যায় একে বেকে ঝড়ের আগে নৌকার পালের মতো।

রবির গানে আমি ছিরিয়াছি কাছি ডুবেছি বারেবারে তোমার প্রেমের সাগরে,

ঝোড়ো হাওয়ার মতো এসে ভাঙো মোর শৃঙ্খল উরায়ে নিয়ে যাও

আমার এ বাস্তব আঁধার হতে তোমার প্রেমঘন স্বপ্নিল জগতে।

তোমার হাতের চুড়িতে বেধো আমার হৃদয় গভীর বাধনে

সপনে এসে বলে যেও আমার মনের গোপন কথা আমার কানেতে।

তোমার ও হাসি একে দিও আমার চোখের তারায়-তারায়

সুখে দুখে রাগে ব্যাথায় চাই তোমায় সকল আবেগে।

~ Premika ~
Print Friendly, PDF & Email
Previous articleQuestion to a Democracy
Next articleA proposal in disguise
Koushik Das
I am Koushik Das, the blogger of Koushikdasblog. It is the toughest part I guess to write about myself because it is very easy to tell about others but very tough when I try to think who I actually am. Well, not going to dive into the depth of such philosophical thought, I am a poet , kriya-yogi and finance lover. I blog about finance and stock market because it is the area of my education as well as of my passion. I choose to blog because it helps me to improve my skills of writing, critical thinking, developing better communication skills, presentation skill and so on.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments