ঘন কালো মেঘের রাজ্যে তীক্ষ্ণ আলো ফেলে,
ইচ্ছে আমার রংধনু সাজে, নতুন কল্পকাজে।
কল্পনায় আমি শাসাই রাজ্য, নতুন ইচ্ছেবিষে,
আমার রাজ্যে প্রজাই মহান – সবাই রাজা রূপে।
রাজার রাজ্যে তিরিশ বছর শূন্য হৃদয় কেঁদে,
রাতের ভোটে শিকল পায়ে, প্রজা হয়ে ফেরে।
তোমরা যারা সুখে আছো ভালো মানুষ সেজে,
অসৎ স্বপ্ন রচিয়েছ বোকা আমায় পেয়ে।
বোকার রাজ্যে মহাবোকা, আমি আদম লোভী,
ঋণী সুখের সুদ জমে, আমার দুঃখ পাহাড়-নদী।
তোমরা সুখে বানাও দালান, অন্তরীনের দেশে,
আমার মতো নতুন প্রজা চক্রহারে বাড়ে।
পথে ঘাটে মরে মানুষ, প্রজা হওয়ার আঁচে,
বেচেঁ থেকেও লক্ষ মরন, সূচে আমার বুকে।
ভালো আছি ভালো থাকি, স্বাধীনতার উল্লাসে,
আমায় তোমরা বন্দী করো বিদ্রোহের প্রলাপে।
পেলেস্টাইনে গুলি উড়ে, রক্ত আমার ক্ষতে,
বোকা হয়ে পাতা উল্টাই, অন্তরজামী আঘাতে।
মুসলিম কে, ইহুদি কে, কারা হিন্দু, যীশু?
মানুষ হইতে আবার পারি, মানুষেরে ভালোবেসে !
ধর্ম টানি পাপ মুছিতে, পাপের রাজ্য ঘুরে,
আমার ধর্ম তোমার ধর্ম, কর্মফল জান্নাতে।
ইচ্ছেগুলি আজ বিলিয়ে দিলাম মানবতার তরে,
আমরা সবাই সুখ পোহাবো অল্প খেয়ে-পরে।
টাকার চেয়ে শান্তি বড়, যেদিন রাজা বুঝে,
রাজা স্বয়ং প্রজা হয়ে সুখের দিন জপে।
উন্নয়নের বাঁশি ছুড়ে, শিক্ষা স্বাস্থ্যে ফিরে,
স্বপ্ন বুনি সুখী দেশের, রাজাহীন প্রজাতন্ত্রে।
—– —– —– —–
Print Friendly, PDF & Email
Previous articleমুখোশের আড়ালে
Next articleঅশনি সংকেত
Omar Faruk
Omar aspires to become a writer. Besides his PhD study he is a regular reader of bangla and english literature. He likes the works of Khaled Hussaini, Humayun Ahmed & Paulo Coelho.
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments