অনেকগুলো ম্রিয়মাণ শকুন

ঘাত- প্রতিঘাতে একলা আহত লাশ,

অনিবার্য অথচ নিশ্চিত কাকতালীয়

অজস্র ধারালো নখ কিংবা দাঁত

আক্রোশের অক্ষমতায়।

স্বার্থগত সমরে

সারি সারি মুখোশের খোপে,

যখনি জানা হবে

বিষহীন বাসা

ধর্মান্ধ উন্মাদনা, বল্গাহীন।

ভীড় করে লেগে থাকা অনুক্ষণে

শাপদশঙ্কুল যাতায়াত,

গরাদের অনুকল্পে ঠুসে দিয়ে

সংখ্যাগরিষ্ঠ বাণীসহ

পেশ হলো প্রমাণের রিপোর্ট।

সম্বলহীন লেলিহান শিখা,

শুরু হলে প্রহসন,

গোটা পৃথিবীর সাথে-

পুড়তে থাকি

শুধু তুমি আর আমি।

Print Friendly, PDF & Email
Previous articleকেদারনাথ দর্শন
Next articleসুখের পায়রা
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments