ভালবেসেছি তোমায় ভোরের সেই শান্ত ঊষায়,
ভালবেসেছি তোমায় সখি সকালে বেসেছি সন্ধায়৷
ভালবেসছি তোমায় গ্রীষ্মের দুপুরের উস্ন পরিবেশে,
একা? না? শুধু তুমি আর আমি আমরা দুজনে যে৷
ভালবেসেছি তোমায় একই ছাতার তলে সুধু তুমি আর আমি৷
আমরা ।
ভালবেসেছি তোমায় মাঝ্রাতে একা বিছানাই,
ভেজা বালিস ঝাপসা অন্ধকার আর ক্লান্ত রাতের সাথে৷
ভালবেসেছি তোমায় কাশফুলের সেই বনে , নীল আকাশের তলে৷
ভালবেসেছি তোমায় হেমন্তের হিমেল হাওয়ায় শিশিরের সিক্ত -স্নিগ্ধ ছোঁয়ায়৷
ভালবেসেছি তোমায় বিকেলে, পার্কের কোনের সেই ফাঁকা বেঞ্ছটাই
মনে আছে? কি না?
জানি না৷
ভালবেসেছি তোমায় ক্ষনিকের সেই অসম্পুর্ন মিলনে কেবল বাথা -বেদনার মাঝ্
ভালবেসেছি তোমায় জীবনের পখন ক্ষণে প্রতি মুহূর্তে৷
ভালবেসেছি তোমায় শীতের সকালে কুয়াশা আর ভুবনের সেই মিলন লগনে,
ভালবেসেছি তোমায় বসন্তের সেই নবীন হাওয়ায়
ক্রিস্নছুরা,পলাশ আর সিমুলের রক্তিম আভায়
ভালবেসেছি তোমায় নিরসঙ্গ জিবনের তীরে
আক্লা আকাই সেই নিরে ৷৷
ভালবেসেছি তোমায়
Subscribe
Login
0 Comments
Oldest