চোখ বুজে যা স্বপ্ন আঁকি,

সবটাই যেন বিষন্নতার ছোঁয়া !

যা কখনও চিরস্থায়ী;

কখনও বা ধোঁয়া।

চেনা স্বপ্নের ভ্রান্ত মন,

অচেনা হই রোজ যখন;

তখন স্মৃতি গুলি

হয়ে ওঠে মত্ততাদায়ক!

কখনও অবিশ্লেষ্য,

আবার কখনও বা উৎপীড়িত।

যদিও তুমি গেছ চলে,

সব স্মৃতি ভুলে !

যেমন করে শুকনো ফুল

বইয়ের ভাজে রয়ে যায় !

শেষ রজনীর গন্ধ ভুলে।

Print Friendly, PDF & Email
Previous articlePropose
Next articleTeachers day
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments