অপ্রস্ফুটিত কুসুম তুমি

তবু কালো ভ্রমরেরা উল্লাসে আত্মহারা ,

ছিন্ন নিতম্বের নীচ বরাবর নৃশংসতার রক্ত নদীধারা;

জগৎ আজ মিশেছে পৈশাচিক কোলাহলে

ধরিত্রীর অশ্রুজল বৃথা –

কত শিশু আজ মৃত‍্যুর‌ই কোলে।

Print Friendly, PDF & Email
Previous articleDESIDETARUM
Next articleTribute To Maradona
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments