বৃষ্টি, তুই কবে আসবি আমার কাছে

আজ কতদিন হল বল তো

তোর সাথে আমার দেখা নেই !

জানিস, তোর নুপুর এর টিপটিপ শব্দে আমার ঘুম ভাঙত,

তারপর গরম চা এ চুমুক দিয়ে আমার সুন্দরী বৃষ্টির দিকে চেয়ে থাকতাম

আর কি ভাবতাম জানিস

এক ছুটে চলে যাই তোর কাছে

কি করি বল, সকালে যে একটু প্রেম করব

তার কি উপায় আছে

স্কুল এ যাবার তাড়া রে

পাহাড়ি রাস্তায় যখন স্কুলের পথে হেঁটে যাই ভাবি তোর দেখা পাব

তখনও তুই তো একবার ও আসিস না আমার কাছে ।

জানিস, তোর সতীন এর সাথে আড়ি করে দিয়েছি,

কালো মুখ দেখেই বুঝতে পারি

ছাতার ওপর তোর ভারি রাগ

আমার কাছে আসতে চাইলেও আসতে পারিস না ।

কি রে, তাই কি তোর এত অভিমান

রাগ করিস না সোনা,

ছাতা টাকে আমি ফেলে দেব।

বৈশাখে অবশ্য তোর সতীন তোকে খুব ভয় পায়

তোর উন্মত্ত প্রেম সত্যি আমাকে মাতাল করে দেয়

হঠাৎ ঝড় হয়ে আসতি আমার কাছে,

সব জমা অভিমান বর্ষে দিতিস আমার ওপর

রাস্তার মাঝে জাপটে ধরে শতশত চুম্বন

তোর ভিজে নিঃশ্বাস ছুঁয়ে যেতো আমাকে

তোর সিক্ত ভালবাসা আমি আদুল গায়ে মাখতাম

তোর সতীন তখন রাস্তায় গড়াগড়ি খেত

তোর আদর সোহাগ সারা গায়ে মেখে আমি বাড়ি ফিরতাম।

আর অলস দুপরে তুই যখন গুড় গুড় শব্দে আমায় ডাক দিতি

এক ছুটে আমি ছাদে চলে যেতাম

তোর আসার অপেক্ষায় বসে থাকতাম

সারা দুপুর শুধু খুনসুটি

তুই টিপটিপ, ঝমাঝম ঝরে পড়তিস

আর আমি গায়ে মাখতাম

তোর যৌবন বর্ষে দিতিস হৃদয়ের তালে তালে

রাতে তোর লাস্যময়ী রূপ এ মাতাল হয়েছি বারবার

দুরুদুরু বুক আর শিরায় শিরায় শিহরন

তোকে ছেড়ে কি এতদিন থাকতে পারি বল

হৃদয়ের ব্যালকনি খোলা তোর জন্য

ঝরে পড় ঝমাঝম

বৃষ্টি, আমি তোর অপেক্ষায় রইলাম।

~ বৃষ্টি ~

Print Friendly, PDF & Email
Previous articleThe Chariot Festival
Next articleThe Explanation
Kaushik Das
I am Kaushik Das, a foreign Language teacher and translator. I have learnt French and Spanish language from Ramkrishna Mission Institute of culture, Golpark, Kolkata., Completed B1 level in Spanish language from Instituto Cervantes, Madrid, Spain. I like to write poems and translate magical stories from the Hispanic world specially for the kids. Readers may send their opinion at [email protected]
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments