বিষণ্ণ ভূর্জপত্রে ফোটে শব্দহীন গান
লালশালু ঢেকে রাখে নীরব অভিমান
রাইধনী হেঁটে চলে আকুল আবেগে
না গাওয়া গানের কলি ঝংকার তোলে
কদমের তলে কেন, বালিকা বোঝেনা
ভাষা আর ইশারার কতো ব্যবধান
এক মাথা কান্না তার দইএর ভাঁড়ারে
আমিই সঙ্গী তার যমুনার তিরে
দোহায় তোমার সখী পায়ে ধরে সাধি
তোমার চোখের জল আমারও আধাআধি
মিথ্যা পসরা পায় সত্যের দাম
কানুর পিরীতি রীতি অপার অসীম
যমুনার ধারা মেশে অজয়ের জলে
প্রেম লেখে জয়দেব নিবেদন ছলে