সোজা হয়ে ঘুরে ডায়ে
বটগাছ রেখে বাঁয়ে
প্রশস্থ সোজা পথ
আর পূব দিকে ওই
এঁকেবেঁকে নদী বয়
তারি পাশে আছে রথ।
-এই ঠিকানার পথ
গলি আছে এক শত
জীবনটা যে এমনি
সৃষ্টি কর্তা যদি
হয় মৃত কোন নদী
সৃষ্ট বস্তু হারাবে জীবন খনি,
হয়তো লড়ায়ে সেও;
ওলিগলি ঘুরে কেহ
দিতে পারে ঠিক পথ
তবু মনে জাগে ভয়
হবে কি সঠিক জয়
চলি যদি এই পথ।
Subscribe
Login
0 Comments
Oldest