মা ,

আমি তোমার সেই ছোট্ট মেয়ে।

যাকে তুমি দশ মাস দশ দিন ধারন করে দেখিয়ে ছিলে পৃথিবীর আলো ,

যাকে তুমি করতে – না কোল ছাড়া,

রেখে দিতে পরম যত্নে ,তোমার স্নেহাঞ্ছলে,

সঙ্গী ছিল সকল মন্দ – ভাল।

মেঘের ডাক শুনে ভয় পেলে তুমি রাখতে তোমার বুকের মাঝে,

ঘুম পাড়াতে ঘুম পাড়ানি গান গেয়ে,

যদি একটু চোখের আড়াল হতাম,তুমি হয়ে উঠতে উতলা।

মা গো ,

আমি তোমার সেই ছোট্ট মেয়ে।

যাকে খাইএ না দিলে খেতে পারত না,

সাজিয়ে না দিলে সাজতে পারতনা,

খোলস বিহীন শামুক যেমন হারিয়ে ফেলে পথের দিশা,

ঠিক তোমাকে ছাড়া কোথাও যেন আমি একাকি, নিঃসঙ্গ।

ছোট বেলার কথা খুব মনে পরে,

তুমি যখন কাজ করতে, সারাক্ষন  তোমার পেছনে ঘুরঘুর করতাম,

যদিও ছোট বেলায় খুব একটা শান্ত আমি ছিলাম না/

এজন্য তোমার কাছে আমি কম মার খাইনি;

ভাবলেও হাসি পায়,

এখন আমি মা,

ছেলে মেয়ে কে রীতি মতন শাসন করি।

মা ,

আমি তোমার সেই ছোট্ট মেয়ে ,

যে আজকে এক পরিপূর্ণা নারী ,

ঘর বেঁধেছে ভালবাসার মানুষ কে নিয়ে,

সেখানে শুধু শান্তি, বিশ্বাস আর ভালবাসা ,

তোমার মেয়ে তোমার আছে,

পাল্টায় নি একটুও সে,

শুধু ঘর ছেরে ঘর বাঁধতে এসেছি এক নতুন পরিচয়ে,

সময় থেমে থাকেনা,

আপন নিয়মে সে এগিয়ে চলে,

মা , আমি তোমার সেই ছোট্ট মেয়ে ,

কবিতাটির আবৃত্তি

https://www.youtube.com/watch?v=0inX3_lyrFs

আবৃত্তি - মা

 

Published in Bangla-Kobita

 

~ আবৃত্তি – মা ~

Print Friendly, PDF & Email
Previous articleBhoy, bhokti abong bhogoban
Next articleজ্যান্ত দুর্গা
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments