নাহ এবারে ও ভুলিনি দিন টা,
দেখতে হয় না কোনো fb notification,
হয়তো বা ভুলবো ও না কোনোদিন।।
যোগাযোগ নিভে যায়, বন্ধ হয় কথা
কিছু শিল্প ঠিক ভরিয়ে রাখে ডায়রির পাতা।

বেশি কিছু করতে পারিনি,
দেখাও হয়েছে হাতে গোনা কয়েক বার ।
এভাবেই যে পেরিয়ে গেলো
বছর চার ।।

শিল্পী রা সবার থেকে আলাদা হয় ,
সেই আলাদা হয়েই থেকো ।
মিশে যেও না ভিড়ে ,
বরং ভিড়ের মধ্যে একজন হবার ইচ্ছা টা রেখো ।

কঠোর বাস্তবের সামনে দাঁড়িয়েও
নিজের মধ্যে সেই শিশুসুলভ আচরণ গুলি রেখো ।
হাসতে থেকো , চোখের জল যে খুব দামি
বাঁচিয়ে রেখো নিজের মধ্যে র “সেই আমি”।

এরকম সাধারণ হয়ে থেকো , তার যে অনেক দাম
আর স্বপ্ন দেখো, তবেই তা পূরণ হবে ।
শিল্পের কোনো শেষ যে নেই,
ডায়রির পাতায় তাই তুমি রবে নীরবে ।।

Print Friendly, PDF & Email
Previous articleকোড নেম: প্রমিথিউস (পর্ব ১১)
Next articleএটাই বাস্তব
ANIRBAN BHATTACHARYYA
I am Anirban Bhattacharyya, an engineering student at Techno India University with a passion in writing and film making.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments