পথিক কবি

হাজার বছর পথ হাঁটা এক কবি

ক্লান্ত মনে রাস্তা হবে পার–

ঝলক দিয়ে তারই মুখচ্ছবি

নামলো চোখে নিকষ অন্ধকার ।

কালপেঁচাটা লাইন বেয়ে নামে

ছিনিয়ে নেবে মেঠো ইঁদুর চুপিচুপি

জীবন কখন কার যে কোথায় থামে !

জমতে থাকে ধূসর পান্ডুলিপি ।

হালভাঙা নাবিক মেলেছে তার পাখা

কেমন যেন আবছা চারিধার

খুদের গন্ধ ঠোঁটের কোণে মাখা

পড়ে থাকে জগৎ সারাসার ।

 

Print Friendly, PDF & Email
Previous articleমা
Next articleভাইরাল
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments