তুমি যখন অবহেলায়
শরীর খুঁজে শরীর মেলাও;
তখন তুমি আমায় খোঁজো ওই চিলেকোঠার ঘরে;
শ্যাওলা ভরা ছাদ পেরোনো,
টলটলে ওই সিঁড়ি পেরোনো চিলেকোঠার ঘরে;
গুমোট হওয়া বন্ধ ঘরে,
সাজিয়ে রাখা স্বপ্নের ভারে
নিঃশ্বাস নিতে চাওয়া ওই চিলেকোঠার ঘরে;
অন্ধকারে, বন্ধ ঘরে, একলা করে
তুমি আমায় খোঁজো নিজের মতো করে।

তখন আমি উদাস হয়ে
খানিকটা ঠিক বাধ্য হয়ে,মাথা নুয়ে;
ছুটি তোমার পিছে পিছে, সেই চিলেকোঠার ঘরে;
নিয়তি আমি জেনেই গেছি,
পরিস্থিতি ও জানা,
তবুও কিছু পাওয়ার নেশা আজও দেয় হানা;
সকল কিছু ভুলে আমি সবার চোখ পালিয়ে
আমি হাঁপাতে থাকি ওই দেয়াল খানা ধরে;
চিলেকোঠার ওই বন্ধ ঘরে, একলা করে অন্ধকারে
খুঁজছো তুমি আমায় আজ ও নিজের মতো করে।

যখন তুমি শরীর মেলাও,
ভবিষ্যতের স্বপ্ন দেখাও
কেমন করে বোকার আমি সত্যি মেনে চলি;
আলগা করে খোঁপার বাঁধন, লুটিয়ে শাড়ির আঁচল
মেলে ধরি আবার নিজেকে সেই পুরনো নিয়ম মতো;
ভুলে যাই সেই মিথ্যে গুলো,
স্বপ্ন যা সব এলোমেলো;
নতুন আশায় আবার তোমার কাছে আসি;
নিঃশ্বাস আজ হিসাব কষে বন্ধ ঘরের গরাদ ধরে
খোঁজটা তুমি চালিয়েই যাও নিজের মতো করে।

কষ্ট যখন মাথায় চড়ে,
প্রতি আঘাতের বশে,
চিৎকার আজ গামছা চাপা,চোখের জলই ভাসে;
লোনা জল আজ ধুয়ে দিতে চায় ওই আকাশ ভরা স্বপ্ন;
আমি তখন স্বর্গ খুঁজি ওই আঘাত গুলোর কাছে,
তুমি যখন নেশার মতো শরীর নিয়ে খেলো
আমার কাছে তোমার খুশিই সবার থেকে ভালো,
ভুলে যাই আজ কষ্ট গুলো
উত্তেজনার বশে;
আকাশটা আজ জমা হয়েছে ওই চিলেকোঠার মাঝে;
আঁকড়ে রেখে চোখের জলে ভেজাই যোনির দোর
কষ্ট যাতে দমায় না আজ তোমার মোহের ঘোর।

ঘন্টা খানেক ঘাম ঝরানো,
কাজের ইতির পরেই
তুমি তখন সাহেব বাবু, সভ্য হয়ে ফিরে;
যাওয়ার আগে হাতটা যখন ধরতে আমি চাই
চিনিয়ে নিয়ে বিরক্তি আজ আমায় দিয়ে যাও,
“দিয়ে যাওয়া কথা গুলো তবে আবার মিথ্যে হবে?”
“বেশ্যা তোর কথা কিরে, টাকাই ভোলায় তোরে।“
মুখের উপর জমানো আজ হিসাবের টাকা
হৃদয়খানা তবুও চায় সেই ভুলতে চাওয়া আশা।
চোখের জলে মুখের মেকাপ গড়ায় গাল ভরে,
আবার আমায় যেতে হবে স্বপ্নকেনার তরে।
কুঁচিয়ে শাড়ি, নামিয়ে ব্লাউস
সিঁড়ির পেছল ফেলে
নেমে আসি আজ ফেলে আসা সত্যি কথার কাছে;
পাল্লা খোলা জানলা বেয়ে স্বপ্ন গুলো কাঁদে
চিলেকোঠা আবার হারিয়ে যায় সেই মিথ্যে আশার ফাঁদে।।

Print Friendly, PDF & Email
Previous articleNataraj is Dancing…
Next articleIt is One Religion!!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments