সেদিনের এক মধ্য বিকেলে দেখেছিলেম তাকে,

বড় বড় গ্রিলের ফাঁক দিয়ে,

অনেকটা বড়ো সে — সময়কে বুড়ো আঙুল দেখিয়ে

কাঁধে মহাভার নিয়ে নাচছে ।

তারপর অনেকগুলো সেকেন্ড কেটে গেছে

নাকি ঘণ্টা বলবো! কিংবা দিন! অথবা মাস?

আজ কিন্তু আমিও নেচে চলেছি

একইভাবে — কাঁধে মহাভার নিয়ে

উন্মত্তাবস্থায়।।

Have seen Him

In the midst of a warm afternoon

Through the openings of a grill-gate

Gigantic; dancing perpetually

With a heavy heart.

Seconds pass on since then

or, Minutes! rather, Hours?

Is it better to label it as Months?

Am too, dancing today–

With the same load & in the same manner.

‘Non Compos Mentis’…

Print Friendly, PDF & Email
Previous articleনিয়তি
Next articleচিলেকোঠা
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments