১৯৪৭ এর ১৫ ই আগস্ট যাত্রা হল শুরু। ভারত আজ নাকি প্রযুক্তিতে বিশ্বসেরা। আমাদের দেশ আজ নাকি অন্যতম ধনশালী দেশ জি•ডি•পি তে নাকি আজ ৩য়। ভাবতে অবাক লাগলেও এটাই সত্য যে ভারত আজ ও অনেক পিছিয়ে। আজও ভারতের ৭০% লোক দারিদ্র্য সীমার নীচে। আজও রোজ কোটি মানুষ না খেয়ে রাতে ঘুমাতে যায়। এই দেশ এপিজে কালামের দেশ বিজ্ঞান এ জার তুলনা হয় নাসার সাথে সেই দেশ আমার ভারত আজ  কলঙ্কিত, কুসংস্কার গ্রস্ত। আজও ভারতে কন্যা সন্তান কে মারা হয়। এই কি বহু আকাঙ্খিত আমাদের ১২৫ কোটি মানুষের ভারত। আজও আমাদের দেশে  রকেট লঞ্চের আগে উচ্চ শিক্ষিত বিজ্ঞানীরা তিরুপতি তে মাথা ঠেকায়। এক বিংশ শতাব্দীতে এসেও আজও আমাদের দেশ কুসংস্কার এ আচ্ছন্ন। এ কেমন দেশ আমার যেখানে আজও ধর্মের নামে দাঙ্গা হয়।

আজও আমাদের দেশের নিরীহ মানুষগুলি বিশ্বাস করে কত গুলী পাপী সর্থান্যেসী মিথ্যাবাদী মানুষ গুলোর কথায়। আজও দেশের বহু মানুষ পানিয় জলটুকু পায় সারাদিন অপেক্ষা করে। অনেকেই কথা দেয় সমস্যা সমাধনের আশ্বাস দিয়ে ভোট লোটে। ভোটের পর তাদের দেখও মেলা ভার। আমাদের মত সাধারণ মানুষের আশা আকাঙ্খা শেষ হয়ে যায় মুহুর্তে। তাও আবার আমরা বিশ্বাস করি সেই সব সর্থানেশি মানুষ গুলোকেই। আমাদের মত মানুষেরা আজও অন্ধের মত বিশ্বাস করে সেই সব বাবা দের জার নাকি আজ ধর্ষনের মত ঘৃণ্য কাজে দোষী। আজও আমাদের দেশে এই সব ধর্ষক বাবাদের জন্যে দাঙ্গা হয়। মানুষ কি আজ এতটাই বোকা যে তারা আজ উলঙ্গ রাজাকে উলঙ্গ দেখেও নিস্তব্ধ। আজ এক বাবার জন্যে প্রাণ গেল কত মানুষের। দিন বদলাবে আজের এই মানুষ গুলোই এক দিন রুখে দারাবে আর সেই দিন ই জন্ম নেবে এক নতুন ভারত যা হবে অপরাজেও। সেই দিন দুর নেই যেদিন জন্মও নেবে সেই বহু আকাঙ্খিত আমাদের দেশ ভারতবর্ষ। সেই দিন ই হবে প্রকৃত স্বাধীনতা। সেই দিন প্রত্যেক ভারতবাসীর কন্ঠে শোনা যাবে : সারে জাহাসে আচ্ছা হিন্দুস্থান হামারা। সেদিন সবাই চেচিয়ে বলতে পারবে আমরা স্বাধীন ভারতবাসী। সেই দিন ই স্বাধীনতা সংগ্রামী দের বলিদান হবে সার্থক।

Print Friendly, PDF & Email
Previous articleঅপূর্ণতা 
Next articleJumbo UNOFFICIAL ending (FAN MADE)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments