অধ্যায়-১
সকাল সকাল ফুপুর ডাকা ডাকি শুরু হয়ে গেছে:সাবা,এই সাবা তাড়াতাড়ি উঠো মা।কত কাজ বলতো,আমি একা কত দিকে যাব?
ভোর ৪টায় ঘুমাতে যাওয়া একটা মানুষকে সকাল ৭টায় ইমোশনালি ব্ল্যাকমেল করে ঘুম ভাঙ্গানোর মত খারাপ কাজ আর কিছু আছে বলে আমার মনে হয় না।
আমি:জুঁই আপুর আজকে অফিস না গেলে কি হতো?মুহিদ ভাইয়াও নেই!
আমি চাচাতো বোন হয়ে আমার ক্লাস মিস দিয়ে ২দিন হলো আছি।ওরা আপন ভাইয়ের বিয়েতে নেই!
ফুপু:শুধু তো অফিস না।১ সপ্তাহ মাত্র ওর শাশুড়ি মারা গেছে।পুরো সংসার ওর ওপরে।আরে সাবা বসে আছ কেন?উঠ উঠ!
আমি:ফুপু আমি কাজ যা যা করার করব,কিন্তু বিয়ের অনুষ্ঠানে যাব না।প্লিজ, আমাকে জোর করবে না।
ফুপু:পরে দেখা যাবে,ফ্রেশ হয়ে চা খাও।বিয়ের শাড়িটা দিতে যেতে হবে।
আমি: আমি যাচ্ছি না।
শিহাব:আর যাওয়ার কে আছে?আমি বর হয়ে তো যেতে পারছি না।তাই আমার বোন ছাড়া আর কে যাবে?
আমি:কিন্তু,শিহাব ভাইয়া কালকে হলুদ দিতে যেয়ে যে ঝগড়াটা লাগল,আমার ভেবেই খারাপ লাগছে।