তোমারো চক্ষে দেখেছি সাথে,
বেঁধেছি মোর অঙ্গে ।
কেঁদেছি অনেক, বেসেছি ভালো নিজেরো অজান্তে ।
পাইনি কিছু ফিরে ।।
চাইনি , কিছু পরিবর্তে ।
ছাড়া এতটুকু ভালোবাসা বক্ষে ৷
দাওনি কখনো । ভরিয়েছ জীবন যন্ত্রনা আর দুঃখে,
আজ জানতে পারি কি ?
ভালবেসেছো কি মোরে ? কখনও কোনো ক্ষণে ?
আজ আমার এই প্রশ্নে কি যাই বা আসে তোমার ।
তবুও আজ তোমার ওই চক্ষে তাকিয়ে ।
বেঁচে আছি , থাকব মৃত্যু কে হার মানিয়ে ।
মনে করে সব মিথ্যে,  সব মিথ্যে ।।

Print Friendly, PDF & Email
Previous articleKill Your Fear Before It Kills You
Next articleOVISHAAP
saon mondal
আমি শাওন মণ্ডল। বীরভূমে মাল্লারপুর নামের এক ছোট্ট শহরে থাকি। দ্বাদশ শ্রেণী ছাত্র আমি। ।কবিতা লেখার সাধ দশম শ্রেণী থেকে, আমি ছোট্ট আপনাদের আশীর্বাদ্ পেলে হব ধন্য ।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments