পুরনো স্মৃতির গন্ধে ফিরে যাই ক্রমশ,

বদ্ধ শহর, বদ্ধ পৃথিবী আজ…….

সংবেদী হয়ে ওঠা আমার স্নায়ুপ্রান্ত,

অসংলগ্ন বাক্যধারী ওষ্ঠাধর, নিছক উপহাস?

স্মৃতির পাঁজর কুঁড়ে কুঁড়ে খায় মুহুর্ত,

হুইলচেয়ারের চাকায় তালুর পাশবিক চাপ,

এক ধাক্কায়টেবিল সামনে; দেরাজ খুলি,

টুকরো কাগজআরশোলার উচ্ছিষ্ট।

এবার আঁকড়ে ধরে স্মৃতির গরল,

যেন বন্য দ্বিপের শুঁড়ের টান, ক্ষয়িত প্রাচীনআমি

পাপের পৃথিবীআগুন নিভেছে, তবু

আজ এই ভস্ম………যথেষ্ট।

মহাকালের চিরচেতনা জাগায়

ভস্মীভূত মদনদেব…..সে মুগ্ধবোধ।

আমার স্মৃতির পাংশু থেকেও, উঠে আসে অজগর

অভিসন্ধি?…. কণ্ঠরোধ।     

Print Friendly, PDF & Email
Previous articleঈশ্বরের স্বপ্ন
Next articleঈশ্বর তর্পণ।
Somnath Dutta
Like to read more than to write..... But still I write, I write for the society, sometimes against the orthodox society, for it's thought,sometimes .....against it's rules.I may sound paradoxical, but never illogical....
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments