তুমি যাহা ভালো বোঝো করো তুমি তাই,
তুমি বিনা এ জগতে মোর কেউ নাই।
তুমি আমায় জন্ম দিয়ে এনেছিলে এই পৃথিবীতে,
কেমন করে ভুলবো মাগো তোমার কৃপাকে।
তুমি আমায় দেখিয়েছিলে এ পৃথিবীর আলো,
আশিস দিয়ো সর্বদা যেন থাকতে পারি ভালো।
তুমি আমায় বড় করেছো দিয়ে স্নেহ মমতা,
তোমার কাছে যেন মাতৃত্ব ই বড় কথা।
তুমি আমায় নানাভাবে শেখালে পড়াশুনা,
তোমার দয়ায় পেলাম আমি বিদ্যার এক কনা।
তুমি আমায় মানুষ করলে দিয়ে অনেক ভালোবাসা,
তুমি হয়তো আমার কাছে করেছো অনেক আশা।
কিন্তু তোমার আশা আমার দ্বারা পূর্ণ হল না,
এর জন্য পারলে আমায় তুমি করে দিয়ো ক্ষমা।
তুমি আমার জননী ওগো তুমি জন্মদাত্রী,
তোমার কাছে থাকব আমি হয়ে তোমার কৃপার পাত্রী।
তোমার জন্যই দেখা হল মোর এই বিশ্ব ধরণী,
তোমার কাছে থাকব আমি চিরকাল ঋণী।
তুমি আমার বন্ধু মাগো তুমি আমার প্রান,
তোমার পায়ে করি আমি শতকোটি প্রণাম।।