এখন আমি আর আগের মতো নেই
বদলে গেছি,
সহজ, সরল, উদারতা
হাতের তেলোর কোমলতা –
শক্ত পেশী ধরে রেখেছে এই কাঠামো ।
নিত্য নতুন প্রশ্নগুলো
বর্শা দিয়ে খুঁচিয়ে যখন,
ঘুঁচিয়ে দিল
বিবেক নামের কঠিন ব্যামো –
স্বচ্ছ্ব জলে তাকিয়ে দেখি
বদলে গেছি।।
অকারনে অসময়ে তোমার দিকে তাকিয়ে দেখি
বদলে গেছো।
সেই যে তোমার সেই চাহনি,
ভালোবাসার স্নিগ্ধ ধ্বনি,
আষ্টেপৃষ্ঠে
জড়িয়ে আছে তোমার দ্বিধা।
কঙ্কালসার স্বার্থগুলো
মৃত্যুহীনের দরিদ্রতায়
খুঁজেই চলে –
উত্তর সব জটিল ধাঁধার।
তোমার নেশায় পুড়তে পুড়তে বুঝতে পারি
বদলে গেছো।।
পৃথিবী আর আগের মতো নেই
বদলে গেছে।
মিথ্যে স্তব আর মিথ্যে স্তুতি,
মিথ্যে যত প্রতিশ্রুতি-
এখন শুধু পেছন ফিরে তাকিয়ে দেখা।
বারণ মানা দুহাত যখন,
বাঁচার নতুন ইচ্ছে নিয়ে
এগিয়ে আসে,
ভিড়ের মধ্যে তখন আমরা আবার একা।
ক্লান্ত প্রাণের পথিক তখন বুঝতে পারে,
এই পৃথিবী বদলে গেছে।।