মা দুর্গা নিলেন বিদায়;
আসবেন কালী রূপে,
দীপাবলির রাতে করব পুজো;
জ্বালিয়ে দীপ-ধূপে।
চারিদিকে শুধু আলোর মেলা;
প্রদীপ আর মোমবাতি,
সাজবে গৃহ আলোর মালায়;
মোহময় সেই রাতি।
পুড়বে বাজি চারিদিকে;
জ্বলবে ফুলঝুরি,
আনন্দেতে মাতবে সবাই;
যত হোক বুড়ো-বুড়ি।
জ্বলবে তুবড়ি হবে নাচ;
ধুনুচি নিয়ে হাতে,
সব কালো তুমি মুছে দিয়ো মা;
গহন অমানিশাতে।
দূর করো মাগো যত ভেদাভেদ;
করো সব কিছু ভালো,
তোমার আশিষে উদ্ভাসিত হয়ে;
জীবনে আসুক আলো।

~ দীপাবলি ~
Print Friendly, PDF & Email
Previous articleDiwali Delight
Next articleMake Your Dreams Come True
Rina Acharya
একজন গৃহবধূ। শখ বিভিন্ন ধরনের কবিতা লেখা এবং গান শোনা।
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments