তুমি তো আজ চলে গেছো
কিন্তু আমি আজো দাড়িয়ে-
পাথপানে আজও যেন চেয়ে আছে,
আমার মতো কত দর্শক –
তুমি আসবে বলে ।
আজ পথে শুধু ধূ ধূ বালি
কোথাও একটুকু মৃদুমন্দ বাতাস নেই ,
শুধু ঝরে চলেছে একের পর এক, করুন ধারা –
চারদিকে শুধু হাহাকার ,
ছিটেফোঁটা বৃষ্টিও কখোনো পড়েনি –
অনেকবার দেখা গেছে বিদ্যুতের ঝলকানি ,
কিন্তু, আগের মতো আর ঝর ঝর ধারা বয়নি ।
তোমার মতো পৃথিবীও আজ অভিমানে –
আজ একের পর এক, অভিশপ্ত হয়েছে কতজন
অভিশপ্ত হয়েছি আমিও —
শুধু অভিশপ্ত হওনি, তুমি –
তাই কেমন আছো জানিও।।