তুমি তো আজ চলে গেছো

কিন্তু আমি আজো দাড়িয়ে-

পাথপানে আজও যেন চেয়ে আছে,

আমার মতো কত দর্শক –

তুমি আসবে বলে ।

আজ পথে শুধু ধূ ধূ বালি

কোথাও একটুকু মৃদুমন্দ বাতাস নেই ,

শুধু ঝরে চলেছে  একের পর এক, করুন ধারা –

চারদিকে শুধু হাহাকার ,

ছিটেফোঁটা বৃষ্টিও কখোনো পড়েনি –

অনেকবার দেখা গেছে বিদ্যুতের ঝলকানি ,

কিন্তু, আগের মতো আর ঝর ঝর ধারা বয়নি ।

তোমার মতো পৃথিবীও আজ অভিমানে –

আজ একের পর এক, অভিশপ্ত হয়েছে কতজন

অভিশপ্ত হয়েছি আমিও —

শুধু অভিশপ্ত হওনি, তুমি –

তাই কেমন আছো জানিও।।

~ তোমার অভিসারে ~
Print Friendly, PDF & Email
Previous articleবুনোফুল
Next articleSwami Vivekananda inspiring quotes
MANORANJAN PRASAD SING
Assistant Professor of philosophy at HMM College, Pursuing PhD at JNU, Centre for Philosophy, SSS-1, New Delhi-110067. Poem writing is my hobby.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments