তখন বুঝিবা রাত্রি গহন,

বড়ই অধীর দুটি ভাইবোন,

ঘুম নেই কারও চোখে

কি হল এখনও ঘুমাওনি কেনো

এগারোটা কবে বেজে গেছে জানো

মা এসে বকেঝকে

লেপের ভিতর ছোটো দুটি প্রাণ,

করে যেন কত তন্দ্রার ভান,

মিটিমিটি হাসি মুখে

আসবে যে বাবা কাল ভোরভোর,

দেখাতহয়নি একটি বছর,

মন তাই হাসে সুখে।

নীল দিগন্তে রবির কিরণ,

আঙিনার মাঝে মধুর কূজন,

খোকাখুকু বিছানায়

ঘড়ির কাঁটাটি ঘুরে ঘুরে ফেরে,

সাত, আট, নয় , দশটার ঘরে,

বাবা আসেনা হায়।

একদিন যায় দুদিন যায়,

বসে থাকে দোঁহে বাবার আশায়,

সদরের ঠিক সমুখে।

কচি কচি মুখে প্রশ্নের ঝুরি,

কেন যে বাবাটা করে এত দেরী,

কবে এসে নেবে বুকে

অবশেষে বাবা আঙিনার পরে,

পতাকাতে পুরো দেহখানি মুড়ে,

কফিনের মাঝে বন্দী

শুধায় সবারে দুই শিশুমন,

কেন গো বন্ধ বাবার নয়ন

কোন দুষ্টফন্দী !

গেহকোণে মা বুঝি জ্ঞানহীন,

অশ্রুধারাটি অন্তবিহীন,

চৌদিকে শোকচিত্র।

বৃদ্ধা ঠাকুমা সন্তানহারা,

কিই বা করেন হাহাকার ছাড়া

শহীদ যে তাঁর পুত্র।

হতবাক দুই অসহায় শিশু,

অপূজিত আজি গেহমাতা টুসু

বুঝিতে যে কিছু নারে।

ঘুমন্ত বাবা ঘরের দুয়ারে,

নেয়নিতআজি ক্রোড়ের মাঝারে

ডাকেনিতনাম ধরে

বাবা যে তাদের হারায়েছে তান,

দেশের জন্য প্রাণ বলিদান,

কথা সে কবে না আর

দেশমাতৃকা রক্ষার তরে,

তেরঙা পতাকা লয়েছে সে শিরে,

মৃত্যুই উপহার।

মর্মস্তুদ এহেন ঘটনা,

নয় জেনো এটি কোনোই রটনা,

স্বদেশেরই এক গ্রাম।

তবে ঘটনাটি নয় অবিচ্ছিন্ন,

একই দৃশ্য স্থানটি ভিন্ন,

সেনারা দিচ্ছে দাম।

হানাহানি আর দ্বেষবিদ্বেষ,

কলহে মত্ত পাশাপাশি দেশ,

কার আছে বেশী শক্তি

পরিকল্পনা অনুষ্ণ ঘরে,

উষ্ম কথায় তিক্ততা বাড়ে,

ধন্য দেশভক্তি।

আর সেনাদের বাস হিমবাহ পরে,

দেশরক্ষায় সংগ্রাম করে,

প্রাণ লয়ে ছিনিমিনি

কত পরিবারে নাহি যে সাহারা,

শিশুরা অনাথ,স্ত্রী স্বামীহারা,

পুত্র হারান জননী।

তাদের খবর কজনই বা রাখে !

অশ্রু কি ঝরে সেনাদের শোকে !

মোদের স্বার্থবেশ

চারিদিক এই প্রাচুর্য্য মাঝে,

সকলে ব্যস্ত নিজ নিজ কাজে,

বিচিত্র এই দেশ।

এইবার ফিরি সেই ছোট গ্রামে,

দিবসেও বুঝি ঘনাঁধার নামে,

শিশুদের বিধি বাম।

হারাল যে দোঁহা জীবনের হাসি,

বাবার বিহনে হৃদয়ের খুশী,

কে বা দেবে তার দাম !

Print Friendly, PDF & Email
Previous articleপাথর
Next articleশীতের আগমন
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments