ঘুম তোমার ভাঙাও, জাগো; জাগাও মন
সকালটা কখন হয়ে গেছে
মাটির বুক বিদির্ণ করেছে অঙ্কুর
শরতের শোভা মাখা কলি চোখ মেলেছে
মণির মতো উজ্জ্বল শিশির যুক্ত ঘাসে,
বিশুদ্ধ, শীতল বাতাস ভাসিয়েছে মাটির ঘ্রাণ
আর
প্রকৃতির লালিত্য হাসি।
অঘোরে ঘুমিও না, জাগো
মাটির বুক চিরে গড়ে তোল সৃষ্টি
দেখ, আসবে ভবিষ্যতের হাতছানি।
চোখ মেলে দেখি
টেবিলের উপর আমার মাটির স্বামীজী।