আজ ছোটবেলার সাথে হঠাৎ দেখা মাঠের ধারে
আমাকে দেখে হাসছিল সে বারে বারে,
বলল হেসে ,”খুব তো বড়ো হতে চাইতিস ছোটবেলায়
এখন কি আর যাস হারিয়ে পাড়ার মেলায়?
এখন তো আর রং-পেন্সিল হাতে ধরিস না আগের মতো
দুপুর জুড়ে পড়ে যাওয়া ‘ঠাকুমার ঝুলি’র গল্প যত…
সেই পুরনো জ্যমিতি বক্স আজও তোর কথা মনে করে
আম কুড়াতে যেতিস তুই কালবৈশাখীর পরে
শিতের দুপুরে মাদুর পেতে ছাদের রোদে বসত কে?
‘এ.বি.টি.এ টেস্ট পেপারে’ প্রেমিকার নাম লিখে লুকত যে,
মনে পড়ে সেই বিকেলবেলার আলগা হাওয়ায় ঘুড়ির কথা?
‘মিকি মাউস’ আর ‘টম অ্যন্ড জেরি’র মাঝে ছোট্ট এক রুপকথা
সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো সারা পাড়া
লুকোচুরিতে ধপ্পা বলে ধরা পরা…
তোর স্কুলব্যাগ,ড্র্যয়িং বুক…আজও অপেক্ষায়
ফিরবি না কোনোদিন?”…সপ্ন আমার ভেঙে যায়