করোনা করোনা করোনা, তোমার ভয়ে ভীত আমরা রবোনা।।
সবাই মিলে করোনা কে করবো পরাজয়,
এই যুদ্ধে হবেই হবে আমাদের নিশ্চিত জয়।।
শুধু আমাদের মানতে হবে সঠিক নিয়মগুলো,
তাতেই মোরা করোনার ত্রাস ছিঁড়ে জ্বালবো নবজীবনের আলো।।
মাস্ক ছাড়া ঘরের বাইরে একদম বেরোনো নয়,
বিনা মাস্কে চলাফেরায় রয়েছে করনার ভয়।।
সচেতন হতে হবে প্রতিক্ষণে আমাদের নিজেকে,
কাছে নয় দূরে থেকে রাখো সামাজিক দূরত্ব কে।।
স্যানিটাইজার আর সাবান জলে হাত ধুতে হবে বারবার,
তাতেই হবে জব্দ করোনা পাবেনা পথ পালাবার।।
আড়ালে তুমি রেখোনা এ রোগ,
যদি চাও বাঁচতে –
মনের গ্লানি কালিমা মুছে এগিয়ে এসো কর্তব্যের আলো জ্বালতে।।
জাতি ভেদের উর্ধ্বে থেকে আজি একটাই হোক ব্রত,
মানবজাতির প্রতিটি জীবন থাকে যেনো অক্ষত।।
সবাই মিলে করবো মোরা এই সংকটের অবসান,
একশো তিরিশ কোটি ভারতবাসী
গাইবো শেষে “ভারতমাতার জয়গান, জয়গান,জয়গান”।।