হয়তো শূন্যপথে কখনো বালুচর,

আর কখনো অন্ধকার হয়ে আসা কুয়াসা

কতগুলো প্রাণ নিস্পন্ন চেহারায়,

অকাতরে ছুটছে ক্লান্ত পথিক হয়ে ।

অন্ধকারে হয়তো আজও হারিয়েছে তারা ,

পথের নির্দেশ ……

কখনোবা আসাহতা মর্মান্তিক গলায়

রুগ্ন হয়েছে পথচিহ্নের পাদদেশ ।

জানি না বিপর্যয়ে ঘুচবে কিনা

প্রকৃতির নিরঙ্কুশ চেহারা

শোকাহত পথিক আজও বাঁচবে কিনা

অন্ধকারের ছায়া হতে ।

হয়তোবা আজও চলেছে তাদের প্রচেষ্টা

বাধা আছে তবুও বিফল আশা

মৃত্যুর প্রাণপণ চেষ্টায় –

না জানি হয়তো,কখোনো উন্মুক্ত হবে তাদের বাসা ।।

~ পথযাত্রী ~

Print Friendly, PDF & Email
Previous articleশ্বশান
Next articleআধুনিক জীবনের স্রোত – দ্বিতীয় পর্ব
MANORANJAN PRASAD SING
Assistant Professor of philosophy at HMM College, Pursuing PhD at JNU, Centre for Philosophy, SSS-1, New Delhi-110067. Poem writing is my hobby.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments