লাল, নীল, হলুদ শাড়ি
পড়ার সাধ ছিল ভারি,
আজ আর সেই সাধ নেই তার
সিঁদুরের সাথে আজ হয়েছে আড়ি।।
তেরো চৌদ্দ বছর আগেকার হবে
বয়স ছিল সাত কি আট,
বড় হবার স্বপ্ন কে পায়ে মারিয়ে
বিবাহ হল, বরের বয়স তখন ষাট।।
বছর ঘুরতে না ঘুরতেই
সাদা থান উঠলো গায়ে,
ছটফটে চঞ্চল মেয়েটা
পড়লো শিকল নিজের পায়ে।।
উড়ে গেলো সব স্বপ্ন
হারালো জীবনের সব সুখ,
মন আজ মনমরা কতো
বেদনায় কাতর হওয়া মুখ।।
ধীরে ধীরে হারালো সব
নিছকই আজ সে প্রাণহীন মানুষ,
স্বপ্নের রঙ আজ হয়েছে ধূসর
চুপসে গিয়েছে সব আশার ফানুস।।
উৎসবে আজ আনমনা সে
ভালোলাগা আজ হারিয়েছে দূরে,
মরু প্রান্তরে বা কোনো নিরুদ্দেশে
বলে “আমি বিধবা”, কাতর সুরে।।