এখনো মেট্রো থেকে নামলে কিছুক্ষন থমকে
দাড়াই,
মনে হয়, নাকি মনে পরে বুঝিনা…
তুমি বুঝি আজও আমার অপেক্ষা করছো,
ঠিক আগের মতন
ভাবনাগুলো কেমন যেন এলোমেলো হয়ে যায়,
যখন হটাৎ মনে পড়ে যে নয় মাস কেটে গেছে
সময় যদি সমুদ্রের মতো হতো আমি ঠিক
সাঁতরে পেরিয়ে যেতাম,
যদি বৃষ্টির মতো হতো আমি ঠিক ধরে রাখতাম,
যদি পাখির মতো হতো আমি ঠিক সাথেই উড়ে
যেতাম
তবে আজ থাক এই সব কথা,
তোমাকে অনেক বলেছি –
আমার বড় বড় স্বপ্নের কথা,
আমার সাহসের কথা,
আমার স্বপ্ন পূরণের কথা
তুমি বলতে, তোমার পাশে শুয়ে বড় বড়
কথা বলাটা খুব সহজ,
আর আমি মনে মনে হাসতাম
16সহজ ছিলো না, কিন্তু তুমি তো ছিলে,
আমার জ্যোৎস্না, আমার সাহসের চূড়া
আজ আছে একটা ঘর, কেমন যেন চুপকরে
আমার অপেক্ষায় থাকে রোজ সন্ধ্যাবেলায়
আমি তাকিয়ে দেখি, কিন্তু মাঝে মাঝে
তোমার সেই গল্পের এক রাশ জোনাকি
আজও লুকিয়ে থাকে অন্ধকারের ফাকে
ফাকে…