………………………………………..
আমি লাল গোলাপ
কবি-মম
আমি আছি ফুটে গাছে…….
মৃদু-মৃদু দুল্ছি হওয়ায়…….
তুমি এলে কাছে………
আমায় তুলে নিলে ………….
তারপর নিজো হাতে……….
প্রেমিকাকে উপহার দিলে……
আমি তোমাদের চাওয়া-পাওয়ায়…….
রোইলূম সাথে-সাথে………
আমার বিচ্ছেদ হোলো……..
আপন গাছের সাথে……..
নিজো দেহে ও মনে…..
কস্টোও পেলূম……
পরোক্ষণে………
আবার ভুলে ও গেলূম……..
দেখে তোমাদের খুশী – আনন্দ……
তোমাদের হৃদয়ের অভিন্য সমতাল ছন্দ……..
খুলে দিলো…..
আমার মনের দরজা, বন্ধ…….
আমার বর্ণ-সুগন্ধো………..
ধোন্যো হোলো …….
তোমাদের অনুভবে…….
আমার বেদনা বোল্লো………
দুখকে ভোলো…….
তুমি রবে………
প্রেম-ভালোবাসার উপহারে……
তোমায় সাথে নিয়ে….
প্রেমিকা-প্রেমিক চল্লো……
সামনের দিকে এগিয়ে………..
তোমার অঞ্জলি ……..
ওদের দেয় বারে-বারে……
নীরবে চাওয়ার সকলি…….
তোমার আত্মবলি…
সদাই সফল-ই…….
তুমি চির-তরেরে……..
তুমি বন্ধন , বাহু-করের…….

Print Friendly, PDF & Email
Previous articleভূতের ভ্যাকেশন
Next articleপূনর্জন্ম্
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments