স্যাঁতস্যাঁতে পাহাড়ের ঢালে ফুটেছিল একটি ফুল,
কেউ দেখেনি, দেয়নি কোন নাম, তাই তো সে এক বুনোফুল ।
প্রকৃতির মমতায় সাজানো,
তার মনেও ছিল স্বপ্ন লুকোনো,
ছিল সুপ্ত এক আশা,
হয়তো কেউ করবে স্পর্শ
পাবে কারো ভালবাসা।
দিন চলে যায় ,
তবুও তার পানে কেহ ফিরে নাহি চায়।
যখন কোনো প্রেমিক প্রেমিকা ফিরে তারে দ্যাখে,
মনে তার আশা জাগে ,হয়তো এবার তুলে নেবে তাকে।
হয়তো কোন প্রেমিক সেই ফুল খানি তুলে,
দেবে প্রেমিকার কালো চুলে।
নয়তো হাতে দিয়ে করবে প্রেম নিবেদন,
মিথ্যে হলো আশা, বিদীর্ণ হল মন।
হায়! পরিনত হয়েও সে ফুল পড়ে যায় ঝড়ে
নির্মম পাথরে।
এইভাবেই অবহেলায়
কত যে গরিবের বুনো মেয়ে
স্বপ্নাতুর মন নিয়ে
চিরতরে চলে যায়
বঞ্চিত হৃদয়ে।
বুনোফুল
Subscribe
Login
0 Comments
Oldest