শিল্পী মন, তুমি খুঁজি চলেছ আপনজন,
তোমার নাহি কোন ঘর, নাহি কেউ আপন-পর।
প্রকৃতি ডাকে তোমায়, দাও সাড়া,
তুমি রুদ্ররোষ, তুমি ঝড়ের বাতাস,
তুমি একফালি চাঁদ, এক টুকরো আকাশ,
নিঃশব্দ নিবিড়ে, মনের গভীরে যার বাস,
তুমি সেই অবকাশ, নাহি কোন তাড়া।
সহসা সঘন সঙ্কীর্ণ সম্পাতে
আচ্ছন্ন মায়াবী জোছনাতে, তোমার রাত।
পূব আকাশে ঘোর ঘনঘটা, ঢাকিছে ভোরের সূর্যছটা,
কিসের বাঁধন অবরুদ্ধ মনে? কিসের লাগি বিরূপাঘাত?
ভাঙ রে ভাঙ মনের আগল, দেখ না চেয়ে
বেঁচে আছে কত পাগল!
কাঁদছে যারা হাসিমুখে, গভীর ক্ষত নিয়ে বুকে,
বেদনা-বিদীর্ণ বিষন্ন জীবনে হাসছে তবু অলীক সুখে।
তুমি সৃষ্টি, তুমি ধ্বংস, তুমি তো কেবল প্রকৃতির অংশ,
তোমাকে বুঝিবারে কে এমন শক্তি ধরে!
কে বলে তোমার কেউ নাই, তুমি একশো একাই,
তুমি শিল্পী মন, বৃথাই খুঁজিছ আপনজন।।