জীবনের নদী মরনের তরী
প্রকৃতির সাথে সাথে
ঘটে দিনরাত জীবনের পাঁচসাত
সময় ধারার বেগে;
জীবনের গড়া জীবনের ভাঙা
তবু প্রেম ভালোবাসা
জীবনের ধারা মরনের খেয়া
প্রকৃতির আশা ।
এই নিয়ে বয়ে চলে
জীবনের নদী
আপনার তরী ।।
স্তব্ধতা এসে অন্ধকারে মিশে
নিঝুম প্রকৃতি
চঞ্চল করে মন হৃদয়ের ঝন ঝন
ভাঙা গড়া স্মৃতি;
উত্তাল ঢেউ কাছে নেই কেউ
হৃদয়ের ছোট্ট আশা
কাছে নিয়ে আমি যেন এক তরী
সে যে প্রেম ভালোবাসা ।
এই নিয়ে বয়ে চলে
জীবনের নদী
আপনার তরী ।।
আষাঢ়ে বাতাসে একাকী বসে
অঝোরা পৃথিবী
কম্পিত হৃদয়ে স্তব্ধতা বয়ে
নিশ্চুপ আমি;
হাল ধরে আমি হাল ছেড়ে আমি
হালায় একাকী
তবু আমি শক্ত তবু আমি স্তব্ধ
নিয়তির সাথী ।
এই নিয়ে বয়ে চলে
জীবনের নদী
আপনার তরী।।
আমি যদি কবি আমি তবে ভাবি
স্বপ্ন জীবন মোর
আমি যদি প্রেমি তবে ভালোবাসি
বাসনা জীবন ঘোর;
আমি যে আমি জীবনের নদী
বাস্তব জীবন স্রোত
জীবনের গড়া জীবনের ভাঙা
ক্ষনিকের শ্লোথ ।
এই নিয়ে বয়ে চলে
জীবনের নদী
আপনার তরী ।।