দুপুরবেলা ! চেনা শালিখটা কোথায় সেঁধিয়েছে
কে জানে!
গরম হাওয়া ভীষন চেনা।
কুকুরগুলো কারো বাড়ির বারান্দায়।
নিঃঝুম দুপুরে লম্বা লাঠি ।
লাঠির ডগায় লাল নীল
হলুদ সবুজ।
পৃথিবী ।
আস্ত একটা পৃথিবি
হেঁটে হেঁটে আসছে।
এদিকে জানালা ,ওদিকে
লাঠি হাতে রমজান ভাই।
মাঝে লাল সুরকির
না- মাপা দূরত্ব।
নামতাপড়া জানালা বলেছিল
“নীলটা”।
লাঠি বলেছিল “চারআনা”।
তারপর আবার হাঁটা
অনন্ত পথ।
হাঁটতে হাঁটতে শেষে,
ছোঁবে দিগন্ত টাকে !
লাল সূর্য কাছে টেনে নেবে।
ভরিয়ে দেবে আহ্লাদে আহ্লাদে।
তারপর চরকা বুড়ির পাশে বসে
জিরিয়ে নেবে রমজান ভাই।
আমরা তখন ক্যালাইডোস্কোপে।
লাল নীল সবুজেরা
যেখানে বুনেছে মায়ার জাল।
থুড়ি ! মায়া নয় !
সত্যি, একদম সাত্যি।

 

~ মায়ার জাল ~

 

 

Print Friendly, PDF & Email
Previous articleআশার আলো
Next articleTHE BONDING
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments