যত বার আমি দেখেছি স্বপ্ন,
ভেঙ্গে গেছে বারে বারে।
প্রতিদানে ছুঁড়ে দিয়েছে সে ঘৃণা,
বেসেছি ভালো যারে।
জীবন আমার ধূঁ ধূঁ মরু,
নেইকো হেথায় কোনও তরু,
আকাশ পানে চেয়ে থাকি
বৃষ্টি নাহি ঝরে।
আজ আর আমি স্বপ্ন দেখিনা,
অন্তর ভরা শুধুই যাতনা,
পুরোনো স্মৃতিগুলো চোখে ভাসে
আর দুনয়ন জলে ভরে।
ভুলিতে প্রয়াস করি যত তারে,
তত বেশি করে তারে মনে পড়ে,
জানিনা আমি বাঁচিব কেমনে
মন বৃথা কেঁদে মরে।
যত করো হেলা, যত করো ঘৃণা,
তবুও করি যে শুভকামনা,
চিরদিন জ্বেলে যাব গো প্রদীপ;
দেবালয়ের দ্বারে,
যতবার আমি দেখেছি স্বপ্ন,
ভেঙ্গে গেছে বারে বারে।