জ্বলছো তুমি, আমি দেখছি আলো;

যেই হলুদে পুড়ছো তুমি,

আঁকছি ছবি সেই হলুদে!

শক্ত-সাদা বিগলিত হয়ে আবার সাদা –

মাঝে শুধু হলুদ রং, আর খানিকটা অপেক্ষা!

একজোট সুতো তোমার মধ্যে,

তোমার অহংকারের কথা বলে|

জ্বলতে-জ্বলতে সেই অভিমান ভিজে গিয়ে,

তৈরী করে আল্পনার মায়াজাল|

তখন ভাবি, ছবি দেখবো নাকি আঁকবো?

অবাক হয়ে তাকিয়ে দেখি, তোমার দৃঢ়তা –

কিভাবে তুমি অন্ধকার ভেদ করে,

আলোর রেখা ছড়িয়ে দাও চারিপাশে|

মুগ্ধ হয়ে চোখের পাতায়,

সাজাই তখন কালো কালী, ঘুমের শান্তি!

সারা রাত জেগে তুমি বসে,

কিসের অপেক্ষা করো? প্রভাতে,

মাটিতে লুটিয়ে তোমার গল্পের ইতি টানো তুমি!

Print Friendly, PDF & Email
Previous articleবিকেলবেলা
Next articleবাংলার লক্ষ্মীবাঈ
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments