লোকে বলে সুন্দরী
ডাগর গতর
শুধু বক্ষ আর নিতম্ব
যেন এক দলা মাংস পিণ্ড
পুরুষের লোলুপ নজর
হাত গলা ঘাড় পেট
যতটুকু উন্মুক্ত
আড় চোখে
বক্ষ খাঁজে
শুধু কাম দৃষ্টি
বাসে ট্রামে সুখ নেয়
শালীনতা দুর অস্ত।
স্বামী ডাকে বিছানায়
শরীরের উইন্ডো শপিং
রাত বাড়ে
উত্তাপ বিছানায়
ইচ্ছা বা অনিচ্ছার
নেই কোনও দাম
শরীর যে দিতে হবে
বৈবাহিক চুক্তি
স্পর্শে তে প্রেম নেই
শুধু ভোগ আর কাম
চেনা রাত, চেনা ঘর
চেনা লোক, চেনা বিছানায়
চুরি আত্মসম্মান
রোজ রাতে মানসিক ধর্ষণ।
মন চায় প্রেমে
হৃদয়ের ছোঁয়া
মান অভিমান আদর সোহাগে
প্রেম সকাল, প্রেম দুপুর
প্রেম রাত, প্রেম ভোর
দিবানিশি সংগোপনে
তোমার প্রেমের কবিতা
আঁকা আমার রঙ দিয়ে
তোমার চোখের স্ফুলিঙ্গে
আমার হৃদয়ে বজ্রপাত
পুঞ্জীভূত মেঘ
জমে আছে বুকে
বৃষ্টি হতে পারি
যদি মৌসুমি প্রেম
বায়ু হয়ে আসে তোমার নিঃশ্বাস
কোমল স্পর্শে শিহরন বুকে
কপাল চুম্বন আর
সোহাগী আলিঙ্গন
তোমার আদরের উত্তাপে
আমার ভিজে ঠোঁটে
মিছরির দানা
আমার যৌবন বসন্ত
ধরা দেবে তোমার
সবুজ বাগিচায়
চুম্বন থেকে শীৎকার
ভালবাসার ঋতু চক্র
ভোগে শুধু তুমি নও
সম্ভোগে তুমি আর আমি
মিলনে শুধু তুমি নও
সঙ্গমে তুমি আর আমি
ভালবাসা
কবিতায়
তুমি আর আমি।