ভয় লাগে দাদা, আমার মেয়ের যদি কিছু হয়ে য়ায়|

জন্ম দিতেই ভয় লাগে| তাইতো বৌকে বলেছি বাচ্চাটা নষ্ট করতে, হ্যাঁ গর্ভপাত| ভয় লাগে দাদা জন্ম দিলে লুকিয়ে রাখতে তো পারবো না| মেয়ে তো চাইবে পড়তে লিখতে, স্বপ্ন দেখতে| সে তো আর বুঝবে না এই বিষাক্ত হাওয়ায় স্বপ্ন দেখা আর চলে না তার| জানো দাদা পাশের বাড়ীর বাচ্চা মেয়েটি আমায় কাকু বলে ডাকত ,তখন আমি ভাবতাম আমারও একদিন এমন একটা সুন্দর মেয়ে হবে| রাজকন্যার মতো রাখবো তাকে | একদিন এক ভালো ছেলের সাথে বিয়ে দেব| কিন্তু যখন সময় এলো বড্ড ভয় লাগছে দাদা|


কোন স্কুলে ভর্তি করবো দাদা ? যদি স্কুলে কিছু ঘটে যায় | তখন কোথায় যাবো দাদা?


যুবতী মেয়েটির মুখে যদি কেউ অ্যাসিড ছুঁড়ে মারে| তখন কোথায় যাবো দাদা? ফেলে দিতে তো পারবো না! নিজের মেয়ে হয়, ফেলে দেবো কেমন করে?


বড়ো হয়েই যদি কেউ সর্বনাশ করে!! র্নিভয়া,আসিফার মতো| তখন তো আমরা জ্যন্ত মরে যাবো দাদা!!| আর মেয়েটার কথা ভাবো কত কষ্টেই না মরবে ! তার থেকে তো এখনই ভালো|


:-আরে তুই ফালতু ভয় পাচ্ছিস|এসবের এখন প্রতিবাদ হচ্ছে, অপরাধীর শাস্তি হচ্ছে!


দাদা, শাস্তি তো ধণন্জয় এর মতো গরীবদের হয়| আর প্রতিবাদ?প্র তিবাদ এদেশে জাত আর রাজনীতির গন্ধ পেলে হয়|


“আমি মাসে পঁচিশ হাজার টাকা কামাই করা কর্মচারী| মেয়ের জন্য স্বপ্ন ছাড়া কিছুই দেখতে পারিনা| শাস্তি তো দূরের কথা!!!!”


বুঝলে দাদা,””মেয়ের বাপের বড্ড জ্বালা””||||


:-হেমরম!!!!

Print Friendly, PDF & Email
Previous articleYOURS KALI
Next articleChildren day special
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments