সত্যকে আড়াল করে দাঁড়িয়ে থাকি,

ছায়ার ভিতর খুঁজে ফিরি নিজেকে।

আমার জীবনবোধের রচয়িতা আমি নিজেই,

পান্ডুলিপিটা আমিই সাজিয়েছি

জন্ম-জন্মান্তরে।

উদ্ভাসিত সত্য

যা আলো ফেলে যায় জীবনবোধে,

এপর্যায়ে তা আমি সংস্কার করেই পেয়েছি।

সমগ্র জীবনবোধে

সত্যই আলোর প্রদীপ হয়ে জ্বলে।।

প্রদীপটা কতটা তীব্র করে জ্বালাতে পারি

বা পারব –

সেটা সব সময়ই থাকে সংশয়াচ্ছন্ন।

আধাঁরের তীব্র দমকার শক্তিও কম নয়,

তীব্র আধাঁর হতে প্রতিদিন

একমুঠো আলো নিয়ে –

আমি নির্জন ঘরে ফিরি।

Print Friendly, PDF & Email
Previous articleমৃত্যুর জন্য কবিতা দায়ী
Next articleনবজাগরণ
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments