বসন্তের সকাল দেখেছ নিশ্চয়!
মিঠে রোদ, সাথে হিমেল হাওয়া,
এমন এক মরশুমে ই তোমাকে পাওয়া।
যেদিন থেকে হয়েছে ভোরের লাট,
তোমার চোখে খুঁজেছি আমার লাজ,
ভেসে গেছে কত কথা নীরবতার শ্রোতে ,
কত বার না বলতে চেয়েছি, “চোখে কাজল দিয়ে এসো”
হারিয়ে যেতে চেয়েছি খোলা চুলের মুগ্ধতায়,
তোমার তরে মরা নদীর বাঁধ ভেঙেছে,
কত সুর পেয়েছে তান, শত ব্যাথা, শত অভিমান!
বলতে পারো! কেন ওই চাঁদ মুখ খানি দেখে ,
মুছে যায় হাজারো বিমর্ষ?
কেন শত পুড়ে যাওয়া ক্ষত ,
সহজ হাসির মতো,
সহস্র বেদনা যেন প্রফুল্ল নিনাদ ?
তুমি যেন স্নিগ্ধ শরৎ মাখা কাশফুল,
তেপান্তরের মাঠে যা পালকের মতো লেগে থাকে।
তুমি শ্রাবণ হলে আমি ও সাগর তবে,
মেঘলা আকাশ ,বজ্র নিনাদ,
স্পষ্ট মোদের মিলন হবে!
ভেঙে যাবে নীরবতা শত শত কথার ভাঁজে,
হেরে যাবে শত লাজ, মধু মাখা বসন্তের মাঝে।
তোমার চোখে আমার শ্রাবণ স্পষ্ট,
হঠাৎ যদি মৃত্যু আসে, বৃথা যাবে তার স্পর্শ।
প্রিয়তমা
Subscribe
Login
0 Comments
Oldest