শক্ত হয়ে পাথরটি দেখো রয়েছে পড়ে ওই ভূমেতে,
কত পথিকই খাচ্ছে চোট রাস্তায় হেথা আসতে যেতে|
সে জানে সে কঠিন অতি, সয়ে নেবে হাজার বিদেশি তুফান;
নশ্বর নিজেরে ভাবে অনশ্বর – অহংকারের এটাই তো দান!
কাল হয়ে কত বৃষ্টির ফোঁটা টিপটিপ পড়ে সময়ে সময়ে,
চকচকে ছটায় রশ্মির তেজ দিনের ধূলো তবু দেয় ভুলিয়ে!!
গতিতে যতি, সুরেতে ছেদ আজ যে এত দিচ্ছে হেসে,
চূর্ন হবেই ঠিক সবটা একদিন, সবটাই যাবে মাটিতে মিশে|