যে নয়নে আমি আকাশ দেখি, রোমান্টিক শরৎ দেখি,
চাঁদ, তারা, নদী, ফুল- সমস্ত দেখি,
সে নয়নে আজ, কেবল তোমাকেই দেখার ইচ্ছে হচ্ছে কেন?
কেন ব্যাকরণের বাইরে গিয়ে বলতে ইচ্ছে হচ্ছে আমার ঃ
শোন আফরোজ, দুপায়ে তোমার শিকল পরাবো আজই,
শেষ করে দেব তোমার দূরে দূরে থাকার দিবস-রজনী সব।
কেন ইচ্ছে হচ্ছে জগৎবাসী কে ব্যাখ্যা করে বলি-
আফরোজ শুধু আমার, একমাত্র আমার,
ঠিক ব্যাকরণ যেমন চিরকাল শুধু ভাষার।
কেন ইচ্ছে হচ্ছে বর্বর এক যুদ্ধ বাধিয়ে দিতে,
আর তুলোধুনা করে দিতে সব চাটুকার প্রেমিকদের
যারা তোমার অংশভাগের আশায় নিত্য ঘুরে মরছে তোমার চারপাশে।
কেনই বা ইচ্ছে হচ্ছে দুপায়ে মাড়াতে সমাজের সকল বিধিবিধান,
আর উপায় করে পৌছে যেতে তোমার কাছে?
ব্যাপারটা কি তাহলে এই, যে নিউটনের সূত্রে মারাক্তক ভুল ছিল?
আসলে পৃথিবীর কোন গ্রাভিটি নেই,
সমস্ত অভিকর্ষ বলের মালিক মূলত তুমিই
যা দিয়ে টানছো আজ আমাকে। এক দারুন উন্মাদনায়।
নিউটনের সূত্রে ভুল
Subscribe
Login
2 Comments
Oldest