যে মুখে হাসি না ফুটলে  ফুলেরা ভুলে যেত ফুটতে

রুদ্ধ হতো ফুলের সুবাস,

সেই হাসি কোথায় গো মা ? চাই আমি আবারও খুঁজিতে।

যে মুখে হাসি না দেখলে বসন্ত ভুলে যেত তার আগমনের কথা,

স্তম্ভিত হতো দক্ষিনা বাতাস সাদা বরফের গায়ে,

সেই  হাসি কোথায় গো মা ? চাই আমি খুঁজিতে সদা।

যে হাসিতে আকাশে সাদা মেঘের বুকে

ময়ুখমালীর কিরণে

রঙের বাহার রামধনু উঠিত জেগে মহা সুখে,

সেই হাসি কোথায় গো মা ?

বহ্নিজ্বালা বুকে নিয়ে যাবো মা  আমি সপ্ত সিন্ধু পার

খুঁজব মা শয়তান (করোনা ভাইরাস) টাকে

যে করেছে চুরি তোমার হাসি , হবো আমি  তার প্রলয়ঙ্কার।

~ আমার ধরিত্রী মায়ের হাসি ~

Print Friendly, PDF & Email
Previous articleঅন্তর্ঘাতী কে? – Part 2
Next articleল্যাম্পপোস্ট
UJJAL MANDAL
Ujjal Mandal is an Indian bilingual poet. He studied at the University of Gour Banga. He has two books to his credit-- "Ambrosia in Budding Flowers" & "Shobder Phul".
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments