প্রজাতন্ত্র প্রজাতন্ত্র বলছেন সব নেতা,

জনগণ কি সত্যি প্রজাশুধাই আজি মিতা

প্রজাতন্ত্র দিবসেরও আছে কি সারবত্তা !

গণতন্ত্রে সবাই সমানসবারই এক সত্তা।

জনগণের সমর্থনেই নেতা নেত্রী পুষ্ট,

এই কথাটি বুঝতে তাদের কিসের এত কষ্ট !

আজ থেকে দিকে দিকে জিগীর তোলা চাই,

ভারতবর্ষে সবাই সমানরাজা প্রজা নাই।

একশ্রেণীর হস্তে যত অর্থ করায়ত্ত,

ভোগবিলাস,আহার বিহারসদাই রহে মত্ত,

আর অন্য শ্রেণী অহর্নিশ পরিশ্রমই করে,

ভরণপোষণ হেতু হায় কত শোণিত ঝরে।

সংবিধান,দেশের আইন জনগণের জন্য,

রাজনীতির ব্যবসায়ীসত্য তোমরা ধন্য।

নিজেদেরকে তোমরা সবাই ভাবো রাজতুল্য,

দেখেছ কি ভেবে কভুকি তোমাদের মূল্য !

স্বাধীনতা যুদ্ধে যাঁদের শ্রেষ্ঠ অবদান,

দেশ গঠনে তাঁরাই হায় রয়ে গেলেন ম্লান,

সুযোগসেবী নেতৃবৃন্দ বনে গেলেন রাজা,

জনতাঅতি সাধারণতারা সবাই প্রজা।

তার ওপর চতুর্দিকে আরেক নতুন ঢল,

আশেপাশে কেবল দেখি  সেলিব্রিটি দল,

বাংলা ভাষায় যাদের নাকি বলে বুদ্ধিজীবি,

কারও পেশা ক্রিকেট খেলা,কারো বা ছায়াছবি।

আরো আছে ব্যবসায়ী সব দেশকে দেয় ফাঁকি,

রাজার দলের সাথে এদের খুবই মাখামাখি,

আইনসভার ঊর্ধ্বে এরা সাত খুনেও মাপ,

বাকীরা সব সাধারণ তাদের যতেক চাপ।

কিন্তু গণতন্ত্রে রাজাপ্রজাভেদ কি সমীচিন !

তাই প্রজাতন্ত্র দিবসএই কথাও অর্থহীন।

ছোট বড় সবার জন্য আইন হবে এক,

সংবিধানে প্রজাএমন শব্দ মুছে যাক।

———————————————————-

      স্বপন চক্রবর্তী

Print Friendly, PDF & Email
Previous articleসুভাষিত।
Next articleছবি।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments