যে নয়নে আমি আকাশ দেখি, রোমান্টিক শরৎ দেখি,
চাঁদ, তারা, নদী, ফুল- সমস্ত দেখি,
সে নয়নে আজ, কেবল তোমাকেই দেখার ইচ্ছে হচ্ছে কেন?
কেন ব্যাকরণের বাইরে গিয়ে বলতে ইচ্ছে হচ্ছে আমার ঃ
শোন আফরোজ, দুপায়ে তোমার শিকল পরাবো আজই,
শেষ করে দেব তোমার দূরে দূরে থাকার দিবস-রজনী সব।
কেন ইচ্ছে হচ্ছে জগৎবাসী কে ব্যাখ্যা করে বলি-
আফরোজ শুধু আমার, একমাত্র আমার,
ঠিক ব্যাকরণ যেমন চিরকাল শুধু ভাষার।
কেন ইচ্ছে হচ্ছে বর্বর এক যুদ্ধ বাধিয়ে দিতে,
আর তুলোধুনা করে দিতে সব চাটুকার প্রেমিকদের
যারা তোমার অংশভাগের আশায় নিত্য ঘুরে মরছে তোমার চারপাশে।
কেনই বা ইচ্ছে হচ্ছে দুপায়ে মাড়াতে সমাজের সকল বিধিবিধান,
আর উপায় করে পৌছে যেতে তোমার কাছে?
ব্যাপারটা কি তাহলে এই, যে নিউটনের সূত্রে মারাক্তক ভুল ছিল?
আসলে পৃথিবীর কোন গ্রাভিটি নেই,
সমস্ত অভিকর্ষ বলের মালিক মূলত তুমিই
যা দিয়ে টানছো আজ আমাকে। এক দারুন উন্মাদনায়।

Print Friendly, PDF & Email
Previous articleওরা কারা
Next articleক্লাস সেভেনের ডাইরি
Saif Alam
I am a university teacher and I like reading books and writing fictions
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments