আমিও বেশ্যা হয়ে উঠব একদিন
কেন??…
যুগে যুগে মেয়েরা বেশ্যা বৃত্তিই তো করে চলেছে,
নিজের অজান্তে –
কেউ করে পদদোলিত হয়েও স্বামীর ঘরে
টিকতে –
কেউ আবার প্রেমিক কে ধরে রাখতে –
কেউ বা সাফল্যের চূড়ায় উঠতে –
আর বেশ্যারা বেশ্যা বৃত্তি করে,
বাচতে –
আমিও বেশ্যা হয়ে যাব একদিন
কিন্তু
কি পাব?
কেউ পায় ঘর,
কেউ খোঁজে ভালোবাসা ,
কেউ আনে অর্থ ,
আর কেউ
দু মুঠো ভাত ।।
আমিও বেশ্যা হব একদিন
কিন্তু
স্বপ্ন –
স্বপ্ন দেখতে পারব কী ??

~ নষ্ট মেয়ে ~
Print Friendly, PDF & Email
Previous articleHason Raja: Discover The Bygone Era
Next articleছেলেবেলা
Sangeeta Chatterjee
B.A in Bengali from Calcutta University M.A in Bengali from Rabindrabharati University Been writing Bengali poems since 2005
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments