আজ অনেকদিন পর একটা লেখা লিখছি ।। আমি খুব ক্লান্ত ও ভারাক্রান্ত , তাই লেখার ছন্দ কেটে যাবে হয়তো মাঝে মাঝে । যাই হোক ঘটনায় আসি ।গতকাল একটি ব্যক্তিগত কাজে চা বলয়ের প্রান্তিক চা বাগান সংলগ্ন একটি গ্রামে গিয়েছিলাম। প্রাকৃতিক শোভা এত প্রাণবন্ত ,,যেন প্রকৃতি দুহাত উজাড় করে দিয়েছে ।। প্রচন্ড অস্থির গরম ।। সাইকেলের পেছনে থার্মোকল মোড়া বাক্সে আইসক্রিম বিক্রি হচ্ছে।। আমি গাড়িতে বসেছিলাম । সানগ্লাস খুলে গাড়ির বাইরে বেরোলাম ।। লাল রঙের একটা জল আইসক্রিম নিয়ে মুখে দিলাম। taste bud সম্ভবত নষ্ট হয়ে গেছে ,তাই ছোট বেলায় যে স্বাদ পেতাম ,তা আর পাই না ।। ভাল না লাগায় আইসক্রিম টা সুন্দর করে বালি মোড়া রাস্তায় রাখলাম। ঠিক আমার গাড়ির চাকার সামনে ।।
Just গাড়িতে ঢুকলাম আমার স্ত্রী বলল “দেখ ওই ছেলেটা মনে হয় তোমার ফেলে দেওয়া আইসক্রিম টা খাচ্ছে ।।” আমি বিশ্বাস করলাম না । গ্লাসের এ পাশ দিয়ে দেখি 3 টে বাচ্চা ,একজনের হাতে একটা লাল আইসক্রিম ।। বিশ্বাস হলোনা ।। ভাবলাম তুলল কখন , ধুলো কখন । আমি নামলাম । নামতেই যার হাতে আইসক্রিম ছিল ,সে দিল একছুট । ডাক দিলাম ,দৌড়তে দৌড়োতেই আইসক্রিম ফেলে পালাল ।। চাকার সামনে গিয়ে দেখি সত্যিই বালিমাখা নোংরা আইসক্রিম টাও হাপিস। আমি হতবাক ।।এরকম টাও হয়? বাকি দুজন দাঁড়িয়ে । আমি আইসক্রিম বিক্রেতার কাছে দুটো আইসক্রিম কিনে ওদের ডাকলাম । ওরা আইসক্রিম নিলো। তৃতীয় জনকে আর পেলাম না খুঁজে । কিন্তু পেলাম কিছু শিক্ষা , কিছু প্রশ্ন ।। আমাদের এতই দুরবস্থা ।। আমাদের বাচ্চাদের শৈশব এই ? এতটাই বিভেদ ।। ভাবতে ভাবতেই আবার start দিলাম । যেতে হবে অনেকটা পথ ।।**সম্পুর্ন সত্য বর্ণনা।
Subscribe
Login
0 Comments
Oldest