এমন নীরবতা আমি চাই নি কখনও
বাসি মড়ার মত সাদা রক্ত হীন শরীরের ,
কঙ্কাল শ্মশানের নীরবতা —
এর চেয়ে জ্বলে উঠুক কোলাহল ,
কলের চাকার , কারখানার গেটের ,
পরিশ্রান্ত দিন শেষের মাতাল
শ্রমিকের খিস্তির কোলাহল ,
হাঁড়িয়ার গন্ধ মাখা কিষানের কোলাহল ,
অবিশ্রান্ত ক্লান্তিহীন শব্দের কলতান ,
রবিশঙ্করের হংসধ্বনির মত
কানে ঝনঝনাক মীড়ের খেলা –
হাতুড়ী আর কাস্তের ঠনতকার ,
আলের পথে সাঁওতালী মেয়ের গান –
জেগে উঠুক ভাদু- টুসুর পরব।
নৈঃশব্দের মুখে নুড়ো জ্বেলে
হরিধ্বনিতে মুখর করুক আকাশ – বাতাস ।

~ কোলাহল চাই ~

Print Friendly, PDF & Email
Previous articleA tribute to the Earth
Next articleMy Nachni
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments