সেদিন হঠাৎ মহেশ্বরের উদরে যাতনা ভীষণ,

অসুস্থ হায় কৈলাসপতিএকি হল অঘটন !

বিশ্বাস বুঝি হচ্ছে না কারোবলি শোনো তবে ঘটনা,

ছিটেফোঁটা নেই মিথ্যেভাষণনয় এটি কোনো রটনা।

মর্ত্যে যাবেন কদিনই বা দেরীকেবল একটি পক্ষ,

কানপাশা ছোট হারায়াছে তায়মেজাজ হবেই রুক্ষ।

অস্থির তাই দেবী পার্বতীবিনিদ্র রাত কাটে,

এমত সময় কাতর শব্দপাশের ঘরের খাটে।

দেবাদিদেব নিদ্রামগ্নঅবয়বে কোনো কষ্ট !

ত্বরাপদে দেবী ছোটেন ঘরে সময় না করিনষ্ট।

দেখেন সেথায় মহেশ্বরের মুখখানি বিকৃত,

উদরের দশা বড়ই করুণস্ফীত হতে আরও স্ফীত।

ডাকেন সবারে মহেশ মহিষীবিহ্বল ছেলেমেয়ে,

নন্দী, ভৃঙ্গী সাথে আরো কত অনুচর আসে ধেয়ে।

আদেশ করেন দেবী দশভুজা-“ডাক এবে কবিরাজ,

কৈলাসপতি অসুস্থ আজি”-বিনা মেঘে পড়ে বাজ।

স্বর্গরাজ্যে সেই সন্দেশ নিমেষেই যায় রটি’,

দেবকবিরাজ অশ্বিনীদ্বয় কৈলাসে যান ছুটি।

শত প্রচেষ্টা বিফল তাঁদেরযাতনার নয় হ্রাস,

স্বর্গবৈদ্য অসফল হায়টুটে বুঝি বিশ্বাস।

ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, বরুণসবার মনেই শঙ্কা,

বন্ধ কি তবে এইবার হবে পিনাকপাণির ডঙ্কা !

মা মহামায়া নীরবে করেন শুধুই অশ্রুপাত,

নীলকন্ঠের কণ্ঠ রুদ্ধ কি এলো কালরাত !

তখন নন্দী বলে মা জননী-“অভয় দাও বলি,

আমি ভৃঙ্গী এইক্ষণে মোরা কলকাতা যাই চলি।

সেথায় আছে বড় ডাক্তার সদাশিব মল্লিক,

উদরের রোগে তাঁর হাতযশ ছড়ায়েছে দশ দিক।

শুধু তাই নয় তোমার গণেশও তাঁর ওষুধ যে খায়,

ফি বছর যবে তোমার সাথে সে বংগদেশেতে যায়।

বলবি আগে”-শুনি তার কথা ধমকিজগন্মাতা,

বাবার বিশেষ পুষ্পক রথে যারে এবে কোলকাতা।

মায়ের আদেশে নন্দী ভৃঙ্গী আসে ত্বরা উটালিকা,

থাকেন যেথায় ডাক্তার শিবকরে তাঁর সাথে দেখা।

তারপর তাঁরে অনেক বুঝিয়ে নিয়ে চলে কৈলাসে,

তারকার দল মিটমিট করে তখনো রাতের আকাশে।

কৈলাসে আসিসবকিছু হেরিঘোষণা করেন সদা,

বাবার উদরে অস্ত্রোপচার করতে হবে যে দাদা।

মনে হয় কিছু বাবার অন্ত্রে কোনভাবে গেছে ঢুকে,

পেট কেটে সেটি করে দিলে বার মহেশ যাবেন টিঁকে।

এত ভিড় হেথা চলবে না মোটেঘর করে দিন ফাঁকা,

তবে অগ্রিমফিস্আগে চাই হাতেত্রিশটি হাজার টাকা।

বাকী সত্তর পরে দিলে হবে যদি হই সার্থক,”

ডাক্তার খুবই চালাক চতুরঝোপ বুঝে মারে কোপ।

কি আর করাতিরিশ হাজার দিতে হল গুণেগুণে,

বাকী টাকাটার বন্দোবস্ত হয়মোবাইল ফোনে

বড়বাজারের বড় কারবারী শ্রীমান আগরওয়াল,

গণেশের সাথে আগরবাতির ব্যবসায় মালামাল।

টাকার ব্যাপারে নিশ্চিত হয়ে সদার কাজটি শুরু,

বন্ধ দরজাকি হয়, কি হয়বুক কাঁপে দুরুদুরু।

ইন্জেকশানেশিবকে করেন সদাশিব অজ্ঞান,

প্রস্তুত তিনিছুরি হাতে নিয়ে ধীরে ধীরে আগুয়ান।

উদর যেথায় ছিল খুব স্ফীতঅস্ত্রোপচার সেথা,

মায়ের কপোলে অশ্রুর বাণহৃদয়ে অসীম ব্যাথা।

এদিকে তখন ঘরের মধ্যে সদাশিব ডাক্তার,

বাবার উদর খোলা মাত্রই চোখ ছানাবড়া তাঁর।

বাবার অন্ত্রে আটকে আছে যে মায়ের ছোট্ট পাশা,

ভাবেন বদ্যি বাবা মায়ে আজো এতটাই ভালবাসা !

মা কে কাছ ছাড়া না করার হেতু ছিল কি বাবার ছল !

বোধ করি তিনি ভাবেন নি দেহ হবে এত দুর্বল।

বাহিরেতে আনি মায়ের পাশাটি বাবার উদর কেটে,

রাখেন গহনা সদা সাবধানে শিব ঠাকুরের খাটে

ধীরে ধীরে শেষে করেন সেলাইউদরটি যায় জুড়ে,

জ্ঞান ফিরে আসে দেবেশ্বরেরযাতনা গিয়েছে ছেড়ে।

স্বস্তীর শ্বাসদরজা খোলেন সদাশিব ডাক্তার,

আসেন ছুটেই দেবী দশভুজাআলুথালু বেশ তাঁর।

পালঙ্ক পরে শয়ান মহেশদুনয়নে স্মিত হাসি,

জড়ায়ে ধরেন পার্বতী মাতেআঁখিজলে যান ভাসি।

ব্রহ্মা বিষ্ণু দেবগণ সবে ফেলেন স্বস্তীশ্বাস,

নন্দী ভৃঙ্গী অনুচর জনে আনন্দে করে রাস।

ছেলেমেয়েদের করেন আদর শিবাণীরে আনি পাশে,

ঘটনা কেমনে ঘটল পিনাকী কহেন সবার সকাশে।

ঠিকমত ঘুম হয়নাতরাতেনেন যে ঘুমের বড়ি,

জগন্মাতার ব্যাপারে আছে ভালমত কড়াকড়ি।

নিজের হাতেই দ্যান সেই বড়ি দেবাদিদেবের হাতে,

কিন্তু কি করে ভুললেন দেবী হায় রে সেদিন রাতে !

নেশাটা বুঝি বা রাতের বেলায় হয়েছিল তাঁর বেশী,

কানপাশা আর ঘুমের বড়ি রাখা ছিল পাশাপাশি।

ভুল করে বাবা বড়ি ভেবে ওই অতি ছোট পাশাটিরে,

ফেললেন গিলেঅন্ত্রে বেদনা শুরু হয় ধীরে ধীরে।

পরের ঘটনা সবাকার জানাদুর্গেশ লজ্জিত,

চিকিৎসকের গুণকীর্তনকৈলাস মুখরিত।

কৈলাস হতে দেবাদিদেবের পুষ্পক রথ চড়ি,

ভোরের আগেই ফেরেন ঘরেতে সদা ধন্বন্তরী।

দেবাদিদেবের চিকিৎসা যবে উদ্বেগ ছিল বেশ,

এক রাত্রেই গজিয়েছে তাঁর অনেক পক্ককেশ।

পরদিন তিনি পেয়ে যান হাতে ফিসেরপাওনা টাকা

সেই সাথে আসে উপঢৌকন পারিজাতও এক থোকা।

বৈঠকখানা আমোদিত তাঁর পারিজাত মধুবাসে,

আলো হয়ে থাকা স্বর্গপুষ্প যেন সর্বদা হাসে

শুকায় না সেই পারিজাত ফুল, কখনো পড়ে না ঝরে,

উটালিকা গেলে নিশ্চিত আমি যাবেই মনটা ভরে।

ভাবছ বুঝি বা কেমন করে ঘটনাটি হল জানা,

সদাশিব মোর পরম মিত্রনাই মিথ্যার কণা।

তাও যদি করো অবিশ্বাসজিজ্ঞাসা কোরো মাকে,

এবছর যবে আসবেন তিনি ধরাধামে কার্তিকে।

আর জগন্মাতারও পরদিন রাতে স্বপ্নে লভেছি দেখা,

তাঁর প্রেরণাতে পুরো ঘটনাটি মনের কলমে লেখা।

চুপিচুপি আমি জানালাম সবে দেবাদিদেবের কাণ্ড,

দেবীর আদেশঅমান্যে মোর নিশ্চিত হতো দণ্ড।

Print Friendly, PDF & Email
Previous articleপদাবলী – ৭
Next articleTrumped-up wars
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Inline Feedbacks
View all comments